সারাবাংলা

রূপগঞ্জে স্টিল মিলে বিস্ফোরণে একজনের মৃত্যু, দগ্ধ ৬

জনপদ ডেস্কঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্টিল মিলে লোহা গলানোর সময় বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু এবং আরও ছয়জন গুরুতর দগ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৪টার দিকে উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার ‘আরআইসিএল’ স্টিল মিলে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন: মো. জুয়েল (২৫), রাব্বি (৩৫), ইব্রাহিম (৩৫), ইয়াসিন (৩৫), অয়ন (২০) ও আলমগীর (৩৩)। এছাড়া নিহত শ্রমিকের নাম শংকর (৪০)।

কারখানাটির সুপারভাইজার হারুন উর রশিদ জানান, তারা কারখানাটির ভাট্টিতে লোহা গলানোর কাজ করছিলেন। ভাট্টির আশপাশে ১৫-১৬ জন শ্রমিক ছিলেন। হঠাৎ করেই ভাট্টিতে বিস্ফোরণ হয়ে গলিত লোহা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ৭ জন গুরুতর দগ্ধ হন। তাদের দ্রুত উদ্ধার করে সঙ্গে সঙ্গে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তিনি জানান, এই দুর্ঘটনায় আরও দু-একজন সামান্য দগ্ধ হতে পারেন। তাদের হাসপাতালে আনা হয়নি।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক জানান, একজনকে মৃত অবস্থায় এবং ৬ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় নিয়ে আসা হয়। দগ্ধ সবার অবস্থাই আশঙ্কাজনক।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button