খুলনাসারাবাংলা

রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ শেষ পর্যায়ে: ভারতীয় হাইকমিশনার

জনপদ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মাণ করা হয়েছে। পরিবেশের দিকটি বিশেষভাবে মাথায় রেখে আল্ট্রা সুপার টেকনোলজির মাধ্যমে পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করা হয়েছে।

আজ শনিবার ৪ ফেব্রুয়ারি সকালে ভারতীয় হাইকমিশনার বাগেরহাটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের কাজ শেষ পর্যায়ে। আগামী দুই মাসের মধ্যে দ্বিতীয় ইউনিট চালু হলে বাংলাদেশের জাতীয় গ্রিডে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশ-ভারতের অংশীদারিত্ব উন্নয়নে ভূমিকা রাখবে।

জানা যায়, কয়লা সংকটের কারণে দুই সপ্তাহের বেশি সময় ধরে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বন্ধ রয়েছে। এতে খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং তৈরি হয়েছে।

তবে বাংলাদেশ-ইন্ডিয়া পার্টনারশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাঈদ একরাম উল্লাহ বলেন, এরই মধ্যে কয়লা আমদানির জন্য ডলার ছাড় হওয়ায় ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে একটি জাহাজ রওনা হয়েছে। বিদ্যুৎ প্ল্যান্টে কয়লা আসার পর চলতি মাসেই ফের বিদ্যুৎ উৎপাদনে যাচ্ছে রামপাল বিদ্যুৎ কেন্দ্র।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button