আইটি

বই পৌঁছে দেবে ফুডপান্ডা

জনপদ ডেস্ক: খাবার সরবরাহকারী অনলাইন প্রতিষ্ঠান ফুডপান্ডা এখন বই পৌঁছে দেবে। সৃজনশীল প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ প্রকাশিত বই ২৮ মিনিটের মধ্যে পৌঁছে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

ঐতিহ্যের কর্ণধার আরিফুর রহমান নাইম জানান, আপাতত এই সুবিধা ঢাকা, খুলনা ও যশোরের কিছু নির্দিষ্ট এলাকায় চালু হচ্ছে। ফলে ওই সব এলাকায় বই পৌঁছে যাবে খুব দ্রুত ও সহজে।

তিনি জানান, ফুডপান্ডা অ্যাপে ঢুকে শপ-এ গিয়ে নির্বাচিততে ক্লিক করে বই অর্ডার করা যাবে।

আপাতত যেসব অঞ্চলে এই সুবিধা পাওয়া যাবে সেগুলো হলো, ঢাকার পল্টন, মতিঝিল, বাসাবো, কমলাপুর, খিলগাঁও, নয়াপল্টন, বিজয়নগর, কাকরাইল, শান্তিনগর, বেইলিরোড, মৌচাক, মালিবাগ, মগবাজারসহ সংলগ্ন এলাকা।

এ ছাড়া শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, আজিমপুর, বুয়েট, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, জিগাতল, ধানমণ্ডি, সোবহানবাগ, লালমাটিয়াসহ সংলগ্ন এলাকা। উত্তরার সবগুলো সেক্টর, আব্দুল্লাহপুর, এয়ারপোর্ট, কুর্মিটোলা ও তার আশপাশের এলাকা।

খুলনার বয়রা, সোনাডাঙ্গা, খালিসপুর, দৌলতপুর, নিরালা আবাসিক, কেডিএ এভিনিউ, নিউ মার্কেট, গল্লামারী, খুলনা বিশ্ববিদ্যালয় এলাকা।

যশোরের এমএম কলেজ, স্টেডিয়াম, পালবাড়ী, দড়াটানা, সার্কিট হাউজ, মনিহারসহ তার আশপাশের এলাকায় এই সুবিধা পাওয়া যাবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button