আইটিআন্তর্জাতিক

ভারতেই তৈরি হবে হেলিকপ্টার

জনপদ ডেস্ক: এবার ভারতেই তৈরি হবে হেলিকপ্টার। এয়ারবাস এবং টাটা গোষ্ঠী যৌথভাবে তৈরি করবে এটি। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ভারত সফরকালে এই ঘোষণা করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয়। ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের অধীনে দ্রুত শুরু হবে হেলিকপ্টার উৎপাদন। উৎপাদন শুরু হলে বিপুল কর্মসংস্থান হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

শুক্রবার ভারতের পররাষ্ট্র সচিব বিনয়মোহন কোয়াত্রা জানিয়েছেন, দুই দেশ যৌথভাবে প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিতে চুক্তি স্বাক্ষর করেছে। যৌথভাবে প্রতিরক্ষা, মহাকাশ গবেষণা, চিকিৎসা গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবর এনডিটিভির

এ প্রসঙ্গে কোয়াত্রা বলেন, এইচ-১২৫ হেলিকপ্টার তৈরি হবে ভারতে। ফ্রান্সের বিমান প্রস্তুতকারক সংস্থা এয়ারবাস ও টাটা গোষ্ঠী যৌথ উদ্যোগে উৎপাদন শুরু করবে। দেশীয় যন্ত্রাংশের সাহায্যেই তৈরি হবে হেলিকপ্টার। এগুলো বাণিজ্যিকভাবে ব্যবহৃত হবে।

উল্লেখ্য, ইতোমধ্যে দুই সংস্থার মধ্যে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। টাটা জানিয়েছে, বাণিজ্য়িক বিমান এ-৩৫০ এবং এ-৩২০ তৈরি করবে। পাশাপাশি এগুলো বানানোর উপকরণ সরবরাহ করবে। পাশাপাশি নতুন চুক্তি চূড়ান্ত হওয়ায় ফ্রান্স-ভারতের সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

রুশ নির্ভরতা কাটিয়ে ক্রমশ প্রাশ্চাত্যের ফ্রান্সসহ একাধিক দেশের উপর আস্থা রাখছে নয়াদিল্লি। ইতোমধ্য়ে ফ্রান্স থেকে ৩৬টি রাফালে কেনা হয়েছে। নয়া এই চুক্তির ফলে দুদেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত সম্পর্ক আরও মজবুত হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button