আইটিআন্তর্জাতিক

বিশ্বে বেড়েছে বৈদ্যুতিক গাড়ি বিক্রি

জনপদ ডেস্ক: ২০২৩ সালে বিশ্বে বৈদ্যুতিক গাড়ি ও প্লাগ-ইন হাইব্রিড যানবাহনের বিক্রি বেড়ছে ৩১ শতাংশ। যদিও এটি ২০২২ সালের ৬০ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে কম। বাজার বিশ্লেষক সংস্থা আরএইচও মোশন এ তথ্য জানিয়েছেন।

রো মোশন ডেটা ম্যানেজার চার্লস লেস্টার বলেন, প্রবৃদ্ধির গতি কমছে, কিন্তু এই ধরনের ক্রমবর্ধমান বাজারে এটাই প্রত্যাশিত, যা প্রতি বছর দ্বিগুণ করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

লেস্টার বলেছেন, গত বছর বৈশ্বিক বৈদ্যুতিক গাড়ি বিক্রয় মূলত ৩০ শতাংশ প্রবৃদ্ধি আরএইচও মোশনের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সংস্থাটি জানিয়েছে, ২০২৪ সালে ২৫ থেকে ৩০ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে গাড়ি বিক্রি হতে পারে।

আরএইচ মোশন জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে রেকর্ড ১৫ লাখ বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে।

২০২৩ সালে বিশ্বজুড়ে বিক্রি হওয়া ১৩ দশমিক ৬ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ির মধ্যে সম্পূর্ণ বৈদ্যুতিক বা ব্যাটারি বৈদ্যুতিক যান রয়েছে ৯ দশমিক ৫ মিলিয়ন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডায় বিইভি এর বিক্রি বেড়েছে ৫০ শতাংশ। অন্যদিকে ইউরোপ ও চীনে বেড়েছে যথাক্রমে ২৭ ও ১৫ শতাংশ।

লেস্টার বলেছেন, গত বছর হঠাৎ করে বৈদ্যুতিক গাড়ির ভর্তুকি বাতিল করেছে জার্মানি। ফলে ২০২৪ সালে ইউরোপে বিক্রি কমতে পারে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button