আন্তর্জাতিক

অস্ত্র ফুরিয়ে যাচ্ছে ইইউ দেশগুলোর

জনপদ ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের বিদেশী কূটনীতির প্রধান জোসেফ বোরেল সোমবার বলেছেন, ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় ইউনিয়নভুক্ত দেশগুলোর অস্ত্র ফুরিয়ে যাচ্ছে।

সোমবার ইউরোপীয়ান আইনপ্রণেতাদের সঙ্গে একটি বৈঠকে জোসেফ বোরেল বলেছেন, অস্ত্র ফুরিয়ে যাওয়ার সমস্যা সমাধানে সকল দেশকে একসঙ্গে কাজ করতে হবে।

অস্ত্র ফুরিয়ে যাওয়ার ব্যাপারে এ কূটনীতিক বলেন, প্রায় বেশিরভাগ দেশের (ইইউভুক্ত দেশ) সামরিক স্টক, আমি বলব না পুরোপুরি শেষ হয়ে গেছে, তবে অনেক বড় পরিমাণে কমে গেছে। কারণ আমরা ইউক্রেনকে অসংখ্য অস্ত্র দিচ্ছি।

তিনি আরও বলেন, এই ঘাটতি পূরণ করতে হবে। ঘাটতি পূরণের সবচেয়ে ভালো উপায় হলো একসঙ্গে কাজ করা। এটি কম খরচে হবে।

জোসেফ বোরেল জানিয়েছেন, রাশিয়া ইউক্রেনে হামলা করার এক বছর আগেই কয়েকটি দেশ প্রস্তাব দিয়েছিল ইউক্রেনের সেনাদের আধুনিক অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য। কিন্তু সে সময় ইউরোপীয় ইউনিয়ন পাত্তা দেয়নি।

তিনি বলেন, যদি আমরা ওই সময় এটি করতাম তাহলে এখন ভালো অবস্থানে থাকতাম। কিন্তু দুঃখের বিষয় আমরা করিনি, আজ আমরা অনুশোচনা করছি। আমরা এখন অনুশোচনা করছি গত আগস্টে সেই প্রস্তাব শুনিনি, এই প্রস্তাবটি রাখিনি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button