আন্তর্জাতিকধর্ম

সৌদি আরবে হজযাত্রী বহনকারী বাসে ‘ভিআইপি’ স্টিকারে নিষেধাজ্ঞা

জনপদ ডেস্কঃ হজযাত্রীদের বহনকারী বাসে ‘ভিআইপি স্টিকার’ না সাঁটানোর নির্দেশনা দিয়েছে সৌদি আরবের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়।

গালফ নিউজের খবরে বলা হয়েছে, সৌদি মন্ত্রণালয় অভ্যন্তরীণ বাস কোম্পানিগুলোকে অতিরিক্ত যাত্রী বহনেও নিষেধাজ্ঞা দিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, সেবাদাতাদের অবশ্যই পবিত্র মক্কা নগরীতে প্রবেশের লাইসেন্স থাকতে হবে। একইসঙ্গে যানবাহনের নিরাপত্তা নিশ্চিতে নির্ধারিত সময়ে পরীক্ষা করতে হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো অবস্থাতেই দেশের বাইরের বাস চলাচলে অনুমতি দেওয়া হবে না। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, পবিত্র নগরীগুলোতে সাধারণ যাত্রী পরিবহন করা যাবে না শুধুমাত্র হজযাত্রী বহন করা যাবে।
মন্ত্রণালয় আরও বলেছে, পুরাতন বাস থেকে অতিরিক্ত ধোঁয়া নির্গত হলে সেগুলো জব্দ করা হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button