খেলাধুলা

মুমিনুলের দাবি, তারা টেস্ট খেলতে জানেন

স্পোর্টস ডেস্ক: অনেকটা যেন জোর করেই ঢাকা টেস্টে হেরে গেল বাংলাদেশ! তাও ইনিংস ব্যবধানে। যে টেস্ট সহজেই ড্র করা যায়, সেই টেস্ট হেরেছে মুমিনুল হকের দল। টিকে থাকার বদলে সব ব্যাটাররা যেন টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন। দেশ এবং বিদেশের ক্রিকেটাঙ্গনে অনেকদিন ধরেই প্রশ্ন- টাইগাররা কি আদৌ টেস্ট ক্রিকেটটা জানে? তাদের মাঝে কি টেস্ট খেলার মানসিকতা আছে? গতকাল ঢাকা টেস্ট পরাজয়ের পর অধিনায়ক মুমিনুল হকের কাছে ছুটে গেল এই প্রশ্ন।

টেস্ট মর্যাদা পাওয়ার ২১ বছর কাটিয়ে দিয়েছে বাংলাদেশ। তবু এখনও পারফর্মেন্স সেই ২১ বছর আগের মতোই- ছন্নছাড়া। নতুন টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানের কাছে পর্যন্ত দেশের মাটিতে হেরেছে! বৃষ্টির কারণে ঢাকা টেস্টের প্রথম চার দিনে খেলা হয়েছে দেড় দিনের মতো। চতুর্থ দিন শেষ বিকেলে মাত্র ২০ ওভারে খোয়া গেছে ৭ উইকেট। আর আজ শেষ দিনে পতন ঘটেছে ১৩ উইকেটের। ৩০০ রানের মাঝারি স্কোর নিয়েও ইনিংস ব্যবধানে জিতেছে সফরকারী পাকিস্তান!

মুমিনুলের কাছে তাই প্রশ্ন করা হয়- ‘আপনার দল কী টেস্ট খেলতে পারে?’ জবাবে মুমিনুল বলেন, ‘আপনার কাছে কী মনে হয়? (হাসি) আমার তো মনে হয়, জানে। টেস্ট খেলার যোগ্যতা আছে আমাদের। ওপেনার বা এক নম্বর থেকে যারা ব্যাটিং করেছে এবং বোলিং করেছে, তাদের দেখেন। সাদমান এ সিরিজের আগের সিরিজেও সেঞ্চুরি করেছে। জিম্বাবুয়ের মাটিতে রান করা এতো সহজ না। সেখানে সাদমান শতক হাঁকিয়েছে। তার আগে শ্রীলঙ্কাতে শান্ত সেঞ্চুরি করলো। মুশফিক ভাই তো সবসময় ভাল পারফরমার। উনি সিনিয়র খেলোয়াড়।’

টেস্ট খেলার স্বপক্ষে মুমিনুল আরও বলেন, ‘সাকিব ভাইয়ের কথা বলা লাগে না। হয়তো আমার কথা বলতে পারেন। আমি চার ইনিংসে রান করিনি। আমারটা নিয়ে হয়তো প্রশ্ন তুলতে পারেন। বোলিংয়ে যদি বলে তাইজুল, এবাদত, মিরাজরা কিন্তু খুবই ভালো বল করেছে। খালেদ অনেক দিন পরে খেললো, তাও আপনার প্রথমদিন হয়তো প্রথম স্পেলে ভালো করতে পারেনি; কিন্তু দ্বিতীয় স্পেলে খুবই ভালো বল করেছে। তারপর মিরাজ আছে। আপনি যদি দেখেন সবাই ক্যাপাবল। আমি আপনার সাথে একমত না যে টেস্ট খেলার যোগ্য না। অবশ্যই তাদের টেস্ট খেলার যোগ্যতা আছে দেখেই টেস্ট খেলে।’

 

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button