ক্রিকেটখেলাধুলা

বেধড়ক মার খাওয়ায় তুলনাহীন কোহলিরা

জনপদ ডেস্ক: চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গারুলুতে মারকুটে ব্যাটারের অভাব নেই। তাই তো দলটিকে বলা হয় ‘ব্যাটিং-হেভি টিম’। তবে নিজেদের ব্যাটিং শক্তি দিয়ে প্রতিপক্ষে বোলারদের ওপর যতই চড়াও হোক, বোলিংয়ে কিন্তু সব সময় দূর্বল বিরাট কোহলির দল।

প্রতি আসরে বেধড়ক পিটুনি খায় তাদের বোলাররা। এবারও তার ব্যতিক্রম নয়। রোববার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ২২৩ রান তাড়া করতে নেমে মাত্র ১ রানে হেরে যায় বেঙ্গালুরু।

এমন হতাশাজনক হারের আগে লজ্জাজনক এক রেকর্ড গড়েছেন দলটির বোলাররা। আইপিএল তো বটেই, টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের তাদের বিপক্ষে সবচেয়ে বেশি বার ২০০ রান করেছে প্রতিপক্ষ দল।

চলতি আসরে এরই মধ্যে দুবার ২০০ রান খরচ করেছেন বেঙ্গালুরুর বোলাররা। কয়েকদিন আগে তাদের বিপক্ষে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৮৭ রানের রেকর্ড গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। আর কলকাতা তাদের বিপক্ষে স্কোর বোর্ডে জমা করে ২২২ রান।

ফলে এ পর্যন্ত সর্বোচ্চ ২৯ বার ২০০-এর বেশি রান খরচ করেছেন বেঙ্গালুরুর বোলাররা। এর আগে এই লজ্জাজনক রেকর্ড ছিল ইংলিশ কাউন্টি দল মিডলসেক্সের। তাদের বোলারদের বিরুদ্ধে প্রতিপক্ষ ২০০ বা তার বেশি রান করেছে ২৮ বার।

আর তিনে রয়েছে আইপিএলের আরেক দল পাঞ্জাব কিংস। দলটির বিপক্ষে প্রতিপক্ষ মোট ২৭ বার ২০০ করেছে। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের দখলে। ক্যারিবিয় বোলারদের তুলোধুনো করে মোট ২২ বার ২০০ রান করেছে প্রতিপক্ষের ব্যাটাররা। আর ২১ বার করে প্রতিপক্ষকে ২০০ রান দিয়ে এ তালিকায় যৌথ্যভাবে দ্বিতীয়তে আছে ভারত ও অস্ট্রেলিয়া।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button