আইন ও আদালতরাজনীতি

পেছালো ফখরুলসহ ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি

জনপদ ডেস্ক: নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২১ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। রবিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মহানগর বিশেষ ট্রাইবুনাল-৫ এর বিচারক ফাতেমা ফেরদৌস এই আদেশ দেন।

রাজধানীর পল্টন থানায় দায়ের করা এ মামলার শুনানির জন্য সকালে ফখরুলসহ অপর আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার আসামি তানভির আদিল বাবু, শফিউল বারী বাবুসহ তিনজন মারা যাওয়ায় এবং রাজি আহাসানের পিডব্লিউ ইস্যু করায় তাদের অভিযোগ গঠনের শুনানি হয়নি আজ। মৃত্যুর প্রতিবেদন আসা সাপেক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য এ দিন ধার্য করেন আদালত।

২০১৫ সালের ৬ জানুয়ারি রাজধানীর পল্টনে নির্বাচন পরবর্তী সংঘাত, ভাঙচুর ও নাশকতার অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ ৩৯ জনের বিরুদ্ধে করা হয়। পল্টন থানার উপপরিদর্শক শরিফ মামলাটি দায়ের করেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button