আইন ও আদালত

তীব্র গরম, আদালতে হাজতিরাও পাচ্ছেন শরবত-স্যালাইন

জনপদ ডেস্কঃ প্রচণ্ড গরমে আদালতের হাজতিদের শরবত ও স্যালাইন খাইয়ে মানবিক দৃষ্টান্ত দেখানো হলো। হাজতিদের স্যালাইন ও শরবত খাইয়ে এ মানবিকতা দেখিয়েছেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। তীব্র তাপপ্রবাহ চলমান থাকলে এ কার্যক্রম অব্যাহত রাখার কথা জানানো হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতিদের গরমে খানিকটা প্রশান্তি দিতে স্যালাইন ও শরবত খাওয়ানো হয়। স্বাচ্ছন্দ্যে এই শরবত পান করেন হাজতিরা।

হাজতিদের কথা বিবেচনা করে এই ব্যবস্থা করেন ঢাকার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মাসফিকুল ইসলাম ও পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

তাপপ্রবাহ অব্যাহত থাকলে এই কার্যক্রম চলমান রাখা হবে বলে জানিয়েছেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনোয়ারুল কবীর বাবুল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button