সারাবাংলা

করোনায় ময়মনসিংহ মেডিক্যালে আরো ১৮ মৃত্যু

জনপদ ডেস্ক: করোনা সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে আরো ১৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা।

১৮ জনের আটজন মারা গেছেন করোনা সংক্রমণে এবং বাকি ১০ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ শুক্রবার (৩০ জুলাই) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এসব তথ্য জানিয়েছেন।

ডা. মহিউদ্দিন জানান, গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে যাঁরা মারা গেছেন তাঁরা হলেন ময়মনসিংহ সদরের জোবেদা খাতুন (৯০), বাহার উদ্দিন (৬৫), ফুলপুরের দুলাল উদ্দিন (৬৫), মোসলেম উদ্দিন (৭৭), হালুয়াঘাটের রুহুল আমিন (৫৬), শেরপুর সদরের রহিমা বেগম (৫০), নেত্রকোনা বারহাট্টার মালেকা (৭২) ও জামালপুর সদরের রফিকুল ইসলাম (৭২)।

অন্যদিকে, উগসর্গ নিয়ে মৃতরা হলেন ময়মনসিংহ সদরের আনোয়ারা বেগম (৬০), সুফিয়া জামান (৭০), ফুলপুরের সুলেমা (৫৭), মুক্তাগাছার শামসুন্নাহার (৬৪), তারাকান্দার আব্দুল খালেক (৬৮), নেত্রকোনার রোবিউল (৮০), জামালপুর সদরের জোবেদা বেগম (৫৫), ইসলামপুরের আব্দুর খায়ের (৬১), টাঙ্গাইল সদরের মনি (৫০) ও মধুপুরের জহর আলি (৮০)।

ডা. মহিউদ্দিন বলেন, হাসপাতালের করোনা ইউনিটে ৪৭২ জন চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৬৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন সূত্র জানায়, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৬৯৪টি নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ৪৪৮ জন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button