জাতীয়

প্রবাসীরা জনসন টিকায় অগ্রাধিকার পাবেন: ড. মোমেন

জনপদ ডেস্কঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, জনসন টিকায় প্রবাসীরা অগ্রাধিকার পাবেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) রাতে একটি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশে ৬০ লাখ জনসন টিকা আসবে। তবে এই টিকায় প্রবাসীরা অগ্রাধিকার পাবেন। এই টিকা শুধুমাত্র এক ডোজ দিলেই হয়।

তিনি বলেন, প্রবাসীরা যেন জনসন টিকায় অগ্রাধিকার পান, সেজন্য স্বাস্থ্য ও প্রবাসী কল্যাণ মন্ত্রীকেও আমি অনুরোধ করবো।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button