অর্থনীতি-ব্যবসা

দুপুরের পর থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

জনপদ ডেস্ক: বুধবার (৯ জুন) সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য রপ্তানি বন্ধ থাকলেও ভারতীয় ব্যবসায়ীদের বৈঠক শেষে দুপুরের পর থেকে শুরু হয়েছে দুই দেশের মাঝে বাণিজ্য কার্যক্রম।

দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে পণ্যবোঝাই ট্রাক বন্দরের প্রবেশের মধ্যে দিয়ে এ কার্যক্রম চালু হয়।

উল্লেখ্য, ভারতীয় ব্যবসায়ীরা স্বাস্থ্যবিধি মানতে অনীহা প্রকাশ করে আজ থেকে হিলি স্থলবন্দর দিয়ে রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। তবে তাদের দেওয়া ৪টি শর্ত বাংলাদেশের ব্যবসায়ীরা মেনে নেওয়ায় কয়েক ঘণ্টা আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আবারও সব কার্যক্রম চালু হয়।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button