জাতীয়

সীমান্ত বন্ধের মেয়াদ ১৪ জুন পর্যন্ত বাড়ল

জনপদ ডেস্ক: ভারতের করোনা পরিস্থিতি ভয়াবহতার কারণে দেশটির সঙ্গে সীমান্ত বন্ধের মেয়াদ আগামী ১৪ জুন পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।রোববার (৩০ মে) দুপুরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বিষয়টি নিশ্চিত করেন।

পররাষ্ট্র সচিব বলেন, ‘‘আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। পরে আবারও পর্যালোচনা করা হবে। প্রায় ৬ হাজার দুইশ’র মতো বাংলাদেশি ভারত থেকে দেশে প্রবেশ করেছে। এদের মধ্যে প্রায় ২০ জনের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। অপরদিকে যুক্তরাজ্যে পাঁচ হাজারের বেশি ব্যক্তি এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।’’

পৃথিবীর ৭০টিরও বেশি দেশে এই ভ্যারিষেন্ট ছড়িয়ে পড়েছে বলে তিনি জানান। প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল থেকে বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ রয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button