পরিবেশ ও জীববৈচিত্র্য

ইন্দোনেশিয়ায় সৈকতে আটকে ৫২ তিমির মৃত্যু

জনপদ ডেস্ক: ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশের ব্যাঙ্কালানের সমুদ্র সৈকতে ৫২টি তিমিকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এএফপি জানিয়েছে, তীব্র স্রোতে কূলে এসে আটকা পড়া তিমিগুলো ফিরতে না পেরে প্রাণ হারিয়েছে। দেশটির সমুদ্র বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াহু মুরাদি বলেন, ‘আমাদের সন্দেহ দলটিতে একটি তিমি আহত বা অসুস্থ হয়। এতে বাকিরা সেটিকে বাঁচাতে গিয়ে স্রোতের মুখে সবাই মিলেই আটকে পড়ে।’

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ভাটার সময় কয়েক ডজন তিমিকে সমুদ্র উপকূলে পড়ে থাকতে দেখা গেছে। বিষয়টি পর্যবেক্ষণে ডেনপাসার উপকূল ও সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা কার্যালয়ের সদস্যরা বৃহস্পতিবার সকালে চিকিৎসক, যন্ত্রপাতি, পূর্ব জাভা মেরিটাইম এবং ফিশারিজ এজেন্সি ও স্বেচ্ছাসেবীদের নিয়ে উপকূলে জড়ো হয়।

ওয়াহু মুরাদি অবশ্য বলছেন, সৌভাগ্যক্রমে তিমিগুলোর মধ্যে তিনটির এখনো বেঁচে থাকার সম্ভাবনা আছে। উদ্ধারকারী দলটি তিমি তিনটিকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে।স্রোত কমে গেলে মৃত তিমিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সৈকতেই তাদের মাটিচাপা দেয়া হতে পারে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button