অর্থনীতিঅর্থনীতি-ব্যবসারাজশাহীসারাবাংলা

রহনপুর রেলবন্দর দিয়ে নেপাল যাচ্ছে বিএফপি সার

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলবন্দর দিয়ে সাড়ে ৭ হাজার মেট্রিক টন সার নেপাল গিয়েছে। গত ৩ দিনে ট্রেনযোগে রহনপুর রেলবন্দর থেকে ভারতের সিন্দাবাদ হয়ে নেপালে যাচ্ছে ডিএফপি সার। গত শনিবার রাতে ৩য় দফায় ২ হাজার ৫০১.০১ মেট্রিক টন ডিএফপি সারবাহী একটি র‌্যাক (২৪ ওয়াগন) ভারত হয়ে নেপালের বীরগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়।

রহনপুর রেলস্টেশন মাস্টার মির্জা কামরুল ইসলাম জানান, চীন থেকে বাংলাদেশের মংলা বন্দর দিয়ে এ সার আমদানি করে নেপাল।পরে মংলা বন্দর হতে যশোরের নোয়াপাড়া স্টেশনে সারগুলো র‌্যাকে বোঝাই করে রহনপুর রেলবন্দর দিয়ে ভারত হয়ে নেপালে নিয়ে যাওয়া হচ্ছে।

তিনি আরো জানান, গত ৩ ও ৫ ফেব্রুয়ারি বাংলাদেশের রহনপুর-ভারতের সিন্দাবাদ রুট দিয়ে ৫ হাজার মেট্রিক টন এবং শনিবার রাতে তৃতীয় দফায় ২ হাজার ৫০১.০১ মেট্রিক টন সারবাহী ৩টি র‌্যাক বাংলাদেশের শেষ স্টেশন রহনপুর দিয়ে ভারত হয়ে নেপালের বীরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়। এ রেলবন্দর দিয়ে মোট ২৯ হাজার ৫০০মেট্রিক টন সার নেপাল যাবে বলে তিনি জানান।

রহনপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা মোখতার হোসেনও নেপালে সার যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button