ইতিহাস-ঐতিহ্য

‘একটি কোট দুই প্রধানমন্ত্রী ব্যবহার করেছিলেন’

জনপদ ডেস্ক: লাল বাহাদুর শাস্ত্রী ভারতের জাতীয় কংগ্রেসের একজন নেতা এবং নেহেরুর মৃত্যুর পর তিনি ভারতের প্রধানমন্ত্রী হন। তিনি এমন একজন প্রধানমন্ত্রী ছিলেন যিনি নিজের জন্য একটি চার চাকার গাড়ি ক্রয় করতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে ১৯৬৫ সালে মাত্র ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন। কিন্তু দুর্ভাগ্য বিষয় যে তিনি জীবদ্দশায় সেই ঋণের এক কিস্তিও জমা করতে পারেন নাই। কারন ১৯৬৬ সালে তার মৃত্যু হয়। মৃত্যুর পর ব্যাংক কর্তৃপক্ষ তাঁর বাড়িতে নোটিশ পাঠায়। নোটিশ পেয়ে তাঁর স্ত্রী নিজের পেনশনের টাকা থেকে ঐ ঋণের সকল কিস্তি শোধ করেন। তাঁর সহধর্মিণী ললিতা শাস্ত্রীও ঠিক তারই মতো সৎ স্বভাবী ছিলেন এবং একজন প্রকৃত জীবনসঙ্গীর মতোই সারা জীবন পাশে ছিলেন। শাস্ত্রীর ঐ চার চাকার গাড়িটি আজও রয়েছে জনপথের আবাসে (বর্তমানে সংগ্রহশালা)!

১৯৬২ সালের কথা, সেসময় শাস্ত্রী অখিল ভারতীয় কংগ্রেস কমিটির মহাসচিব। তখন প্রধানমন্ত্রী জওহর লাল নেহেরু। তাঁর কোনো এক কাজের দরুন কাশ্মীর যাওয়ার দরকার ছিল। নেহরু তাঁকে কাশ্মীর যেতে লাগাতার অনুরোধ করলেও তিনি বার বার যেতে অস্বীকার করেন। পণ্ডিত নেহরুও হতচকিত। কেন তিনি যেতে রাজী হচ্ছেন না। রীতিমত অবাক পণ্ডিত নেহরু। পণ্ডিত নেহরু তাকে অত্যন্ত শ্রদ্ধা করতেন ও ভালবাসতেন। তখন নেহরু তাকে কাশ্মীর না যাওয়ার কারণ জিজ্ঞাসা করেন। প্রথমতো তিনি উত্তর দিতেই নারাজ। শুধু একটাই কথা আমি যাবো না। কিন্তু বহু বার অনুরোধ করার পর শাস্ত্রী যে উত্তর দিলেন তাতে নেহরুর চোখে জল চলে আসে। শাস্ত্রী বললেন, কাশ্মীরে খুব ঠাণ্ডা পড়েছে। আর তার কাছে গরম পোষাক-আশাক নেই। পণ্ডিত নেহরু অত্যন্ত ভাবুক হয়ে পড়লেন এবং নিজের একখানা গরম বস্ত্র উনাকে দিলেন। পণ্ডিত নেহরুও এই কথাটি আর কাউকে বলেননি। এই লাল বাহাদুর শাস্ত্রী যখন প্রধানমন্ত্রী হন তখন সেদিনের নেহরুর দেওয়া সেই কোটটি পরিধান করেই শপথ নেন। এই একটি কোট দুই প্রধানমন্ত্রী ব্যবহার করেছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button