চাপাইনবাবগঞ্জসারাবাংলা

চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার(৮মে) জেলা শিল্পকরা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে জেলাা শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক একেএম গালিভ খান।

অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল-আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এড.আব্দুস সামাদ ও নবাবগঞ্জ সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু। স্বাগত বক্তব্য দেন জেলা কালচালাল অফিসার ড.ফারুকুর রহমান ফয়সল ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা শফিকুল আলম।

মহাকবির জীবন ও কর্ম নিয়ে আলোচনার পর শিশু শিক্ষার্থীদের মাঝে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ ও আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button