ক্যাম্পাস

ঢাবির যাত্রী ছাউনিতে অপরিপক্ব মানবভ্রূণ উদ্ধার

জনপদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যাত্রী ছাউনি থেকে একটি অপরিপক্ব মানবভ্রূণ উদ্ধার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী ভ্রূণ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, দুপুরের দিকে বিশ্ববিদ্যালয় এলাকার একটি যাত্রী ছাউনিতে ভ্রূণটি পড়ে থাকতে দেখে এক শিক্ষার্থী প্রক্টরিয়াল টিমকে ফোন দেয়। পরে প্রক্টরিয়াল টিম ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। তবে ভ্রূণটি কে বা কারা ফেলে গেছে সেটি বলতে পারছি না।

শাহবাগ থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, বিকেল পৌনে ৪টার দিকে ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার জানান, ভ্রূণটি মায়ের পেটে ১২ সপ্তাহ ছিল।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button