পরিবেশ ও জীববৈচিত্র্য

রংপুরে উদ্ধার হওয়া ময়ূরটি যাচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কে

জনপদ ডেস্ক: কুড়িগ্রামের ফুলবাড়ীর এক নির্ভৃত পল্লীতে কৃষকের হাতে আটক হওয়া বিরল প্রজাতির ময়ূরটি উদ্ধারের পর রংপুর বনবিভাগের হেফাজতে রয়েছে। রংপুরের বন বিভাগ জানিয়েছে, উদ্ধার হওয়া সেই ময়ূরটি এখন গাজীপুরে বঙ্গবন্ধু সাফারি পার্কে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ধারণা করা হচ্ছে, ময়ূরটি পাশের দেশ ভারত থেকে সঙ্গিহীন হয়ে এদেশে আশ্রয় নিয়েছিল।

উল্লেখ্য, গত ৯ জুন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তর্বতী ভাঙ্গার মোড় ইউনিয়নের মধ্য রাবাইটারী গ্রামের এলাকাবাসী স্থানীয় বাঁশ বাগানে একটি নন্দন ময়ূর দেখতে পায়। পরে গ্রামবাসীর ধাওয়া দিয়ে ময়ূরটি আটক করে। এ সময় একই গ্রামের আব্দুস সালামের ছেলে হাফিজুর রহমান ময়ূরটিকে নিজ বাড়িতে নিয়ে যান। এরপর ফুলবাড়ী থানা পুলিশ এবং বন বিভাগ যৌথভাবে বণ্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী ময়ূরটিকে উদ্ধার করে। খবর পেয়ে রংপুর সদর রেঞ্জ বন কর্মকর্তা সাফিয়ার রহমান সাফির নেতৃত্বে রংপুরের বিভাগীয় বন কার্যালয়ের একটি রেসকিউ টিম কুড়িগ্রামে গিয়ে ময়ূরটিকে বিভাগীয় হেফাজতে নিয়ে আসে।

রংপুরের বিভাগীয় বন কার্যালয়ের সদর রেঞ্জ বন কর্মকর্তা সাফিয়ার রহমান সাফি জানান, ময়ূরটি গ্রামবাসীর হাতে আটক হওয়ার সময় ডানায় আঘাত পেয়েছিল। আমাদের হেফাজতে নেওয়ার পর এর প্রয়োজনীয় সেবা এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। ময়ূরটি এখন এটি সুস্থ আছে। নিয়ম মাফিক খাওয়া দাওয়া করছে। তিনি জানান, প্রথমে এটি দিনাজপুর রামসাগর পার্কের জন্য হস্তান্তরের উদ্যোগ নেয়া হলেও পরবর্তীতে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারী পাক র্কতৃপর্ক্ষের চাহিদাপত্র আসায় ময়ূরটিকে সেখানে পাঠানোর সরকারী উদ্বোগ নেয়া হয়েছে।

পরিবেশ বান্ধব মুক্তাঙ্গনে বিচরনের জন্য পর্যপ্ত সুবিধা থাকায় সেখানেই ময়ূরটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ সপ্তাাহে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ময়ূরটিকে হস্তান্তর করা হতে পারে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button