আইন ও আদালত

কেজি দরে ঘুষ: তিতাসের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

জনপদ ডেস্ক: তিতাসের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) চারজনের বিরুদ্ধে মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুষ নিয়ে গাজীপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ ও অনুমোদনের চেয়ে গ্যাসের লোড বৃদ্ধি করে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগে এই মামলা হচ্ছে।

ঘুষ নেয়ার অভিযোগ অনুসন্ধানে ‘প্রমাণ পাওয়ায়’ বুধবার কমিশন এ মামলার অনুমোদন দিয়েছে বলে জানান দুদক উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য ।

মামলায় যারা আসামি হচ্ছেন তারা হলেন- তিতাসের সাবেক এমডি মীর মসিউর রহমান, প্রতিষ্ঠানটির গাজীপুর আঞ্চলিক বিপণন কার্যালয়ের সাবেক ব্যবস্থাপক ছাব্বের আহমেদ চৌধুরী (বর্তমানে পাইপলাইন ডিজাইন বিভাগের ব্যবস্থাপক), তার স্ত্রী ওয়াস্ট কেম ইন্টারন্যাশনালের পরিচালক রুমানা রিসাত জামান এবং তিতাসের প্রথম শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠান এসবি কনস্ট্রাকশন লিমিটেডের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম।

মূলত ছাব্বের আহমেদ চৌধুরীর বিরুদ্ধে কেজি দরে ঘুষ নেয়ার অভিযোগে অনুসন্ধান শুরু করেছিল দুদক। পরে ওই অবৈধ লেনদেনে আরও তিনজনের সম্পৃক্ততা মেলে।

২০১৬ থেকে ২০১৭ সালের ১২ অক্টোবর পর্যন্ত ছাব্বের আহমেদ চৌধুরী গাজীপুরে কর্মরত ছিলেন। অন্যদিকে মীর মসিউর রহমান ২০১৬ সালের মার্চ থেকে ২০১৮ সালের ৮ অক্টোবর পর্যন্ত তিতাসের এমডি ছিলেন। ওই সময়ের মধ্যে গাজীপুরের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে পরস্পর যোগসাজশে তারা কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়, ছাব্বের আহমেদের সময়ে গাজীপুরের মেসার্স এএ কর্স স্পুন লিমিটেড, পেরাগন পোল্ট্রি লিমিটেড, আনোয়ার ইস্পাত লিমিটেড, সিআরসি টেক্সটাইল মিলস লিমিটেড, মেসার্স পেনোরুমা ওয়াশিং কোম্পানি লিমিটেডসহ বেশ কিছু প্রতিষ্ঠান অনুমোদিত চাহিদার চেয়ে বেশি গ্যাস ব্যবহার করেছে।

একজন ব্যবস্থাপক হিসেবে এসবের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি তিনি। এ বিষয়ে তিতাসের তৎকালীন এমডিও নীরব ছিলেন। তিনিও অতিরিক্ত গ্যাস ব্যবহারকারী গ্রাহক বা গাজীপুরের ব্যবস্থাপকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।

তারা ওইসব প্রতিষ্ঠানে অনুমোদিত চাহিদার চেয়ে বেশি গ্যাস ব্যবহার করতে সহায়তা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অন্যদিকে এসব অবৈধ কাজে ‘মিডিয়া’ হিসেবে ঠিকাদার সাইফুল ইসলাম কাজ করেছেন বলে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক।

২০১৫ থেকে ২০১৯ সালের এপ্রিল পর্যন্ত তিতাসের কর্মকর্তা ছাব্বের আহমেদের স্ত্রী রুমানা রিসাতের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব এবং ঠিকাদার সাইফুলের প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে ৪০ কোটি ৩৬ হাজার ৫৮৪ টাকার ‘সন্দেহজনক’ লেনদেন হয়েছে বলে দুদকের অনুসন্ধানে উঠে আসে। এজন্য সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি লন্ডারিং ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলার অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা।

গণমাধ্যমে পাওয়া অভিযোগটি অনুসন্ধান করেন দুদক উপপরিচালক মো. মনজুর আলমের নেতৃত্বে দুই সদস্যের কমিটি। কমিটির অপর সদস্য হলেন কমিশনের উপসহকারী পরিচালক মো. শাজাহান মিরাজ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button