টপ স্টোরিজঢাকারাজনীতিসারাবাংলা

মনোনয়ন পেয়ে যা বললেন তাপস

জনপদ ডেস্ক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে মনোনয়ন পেয়ে ব্যারিস্টার ফজলে নূর তাপস বলেন, এলাকার জনগণ আমার উপর যেভাবে আস্থা রেখেছেন, ভালোবেসেছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন অধীন সকল জনগণও যেন আমার উপর আস্থা রাখেন। জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাপস বলেন, আশা করবো জনগণ আমাকে সেবা করার সুযোগ দেবেন।

রোববার (২৯ ডিসেম্বর) ধানমন্ডির দলীয় কার্যালয় থেকে বেলা বারোটায় মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে আতিকুল ইসলাম এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসেবে শেখ ফজলে নূর তাপসের নাম ঘোষণা করেন।

পরে সাংবাদিকদের সামনে ব্রিফিং করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দলীয় মনোনয়ন পাওয়া মেয়র প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এ সময় তিনি বলেন, ‘ঢাকা ১০ আসনের জন্য কাজ করতে গিয়েই আমি উপলব্ধি করেছি প্রধানমন্ত্রী যেরকম উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন এবং যে রূপকল্প দিয়েছেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ বিনির্মাণে উন্নত রাজধানী গড়ে তোলা প্রয়োজন।’

তিনি আরো বলেন, ‘সেই উন্নত রাজধানী গড়ে তোলার লক্ষ্যে আমি মনে করেছি সুযোগটা আমি গ্রহণ করবো, জনগণের কাছে যাবো। দল, জনগণ যদি আমায় মনোনয়ন দেয়, নির্বাচিত করে তাহলে ঐতিহ্যবাহী ঢাকার ঐতিহ্যকে সংরক্ষণ করে তাকে নিজ সক্রিয়তায় প্রস্ফুটিত করার লক্ষ্যে কাজ করবো।’

তাপস বলেন, ‘দীর্ঘদিন ধরে পুরোনো ঢাকার জনগণ যেভাবে অবহেলিত সেটি মোচন করে একটি উন্নত রাজধানীর সকল নাগরিক সুযোগ সুবিধা দেয়ার জন্য আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button