ক্যাম্পাসরাজশাহীসারাবাংলা

রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস বিভাগের রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন

রাজশাহী কলেজে প্রতিনিধি: রাজশাহী কলেজে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সম্মান ১ম বর্ষ (২০১৯-২০) সেশনের রিসিপশন অ্যান্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল  ১০ টার দিকে শহীদ এ এইচ এম কামারুজ্জামান ভবনের ১০১ নং কক্ষে নবীনদের বরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন রাজশাহী কলেজ অধ্যক্ষ প্রফেসর মুহা. হাবিবুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহা: আব্দুল খালেক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নার্গিস জাহান।

আরও উপস্থিত ছিলেন  ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা: ইয়াসমিন আক্তার শারমিন, মোছা: মনজুরা খানম, মোহা: আব্দুল্লাহিল কাফি, মোসলেম উদ্দিন মন্ডল, সহকারি অধ্যাপক ড. আবু নোমান মো: আসাদুল্লাহ, মানিক হোসেন, সোহেলা পারভীন, প্রভাষক তোফায়েল আহমেদ ও মো: ওদেলোয়ার হোসেনসহ শিক্ষার্থী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল হাকিম, নাসিম, বদরদ্দোজা ও ফারিয়া তাবাসসুমসহ বিভাগের শিক্ষার্থীরা।

আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের রজনীগন্ধা ও লাল গোলাপের শুভেচ্ছা এবং কলেজ ফোল্ডার দিয়ে বরণ করে নেয়া হয়।

স/ এমএএইচ

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button