রাজশাহীসারাবাংলা

রাজশাহীতে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে বেলুন ও পায়রা উড়িয়ে উৎসবের আমেজে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার (২৮ এপ্রিল) সকালে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে দিবসটির শুভ সূচনা করেন রাজশাহীর সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান। পরে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। রাজশাহী জেলা লিগাল এইড কমিটির আয়োজনে র‍্যালিটি আদালত চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান, মহানগর দায়রা জজ আল আসাদ মোহাম্মদ আসিফুজ্জামান, অতিরিক্ত ডিআইজি সাইফুল ইসলাম, রাজশাহী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক এডভোকেট জামশেদ আলী ও লিগেল এইড কর্মকর্তা সিনিয়র সহকারী জজ আরিফুল ইসলাম বক্তব্য রাখেন।

সভায় বক্তাগণ দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, রাজশাহী জেলা লিগাল এইড অফিস হতে বিগত আট বছরে ১৪হাজার ৯৮২ টি মামলায় সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ১১,৬৫১ টি মামলা নিষ্পত্তি এবং ৩,৩৩১ টি মামলা চলমান রয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button