কৃষি

নদীর বুকে শাক-সবজির এখন চাষাবাদ

জনপদ ডেস্ক: দিনাজপুর জেলার উপর দিয়ে প্রবাহিত এক সময়ের প্রমত্তা-কালের বির্বতনে ও নদী সংস্কারের অভাবে পূণর্ভবা, করতোয়া, আত্রাই, ঢেপা, তুলাই, কাঁকড়া, ইছামতি, তুলসী গংগা, গর্ভেশ্বরীসহ কয়েকটি নদীর বুকে এখন চলছে চাষাবাদ।

নদীতে পানি না থাকায় জেলার উপর দিয়ে প্রবাহিত নদীগুলোর বিভিন্ন স্থানে নানান ফসলের চাষাবাদ চলছে। চলছে বোরো ধানের বীজ, আলু, সরিষা, কপি, মরিচসহ বিভিন্ন ফসলের আবাদ।

শুকনো এ মৌসুমের আগেই নদী শুকিয়ে যাওয়ার ফলে হারিয়ে গেছে অধিকাংশ প্রজাতির মাছ ও জলজ প্রাণী। নদীগুলোর সংস্কার না করায় ঢেপা, গর্ভেশ্বরী নদীসহ কয়েকটি নদীর বিভিন্ন এলাকায় প্রস্থ ও গভীরতা কমে প্রায় সমতল হয়ে গেছে।

বর্ষা মৌসুমে পলি ও বালু পড়ে বর্তমানে নদীগুলো ভরাট হয়ে মরা নদীতে পরিণত হওয়ার উপক্রম। তাই নদীতে জেগে উঠা চরে চলছে আলুসহ বিভিন্ন শাক-সবজির চাষাবাদ এমনটাই বললেন ঢেপা, গর্ভেশ্বরী নদীতে চাষাবাদকারী চাষী মালেক, রফিকুলসহ অনেকে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button