কৃষি

কুরবানির পশুর যত্ন নিন এখনই

কৃষি ডেস্ক: ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা। ইতোমধ্যে কুরবানি করার জন্য পশু কিনতে শুরু করেছেন অনেকেই। কুরবানির আগের দিনগুলো পশুটি নিজেদের কাছে রাখতে হয়। তাই এসময় পশুর যত্ন নিতে হয়। পশু চিকিৎসকরা বলেন, পশু কেনার পর থেকে কুরবানি করা পর্যন্ত যত্ন নিতে হয়।

১. কেনার পর থেকে কুরবানি করার আগ পর্যন্ত পশুটির যত্ন নিতে হবে।
২. হাট থেকে পশু কিনে দৌড়ে বাড়িতে নেওয়া উচিত নয়।
৩. সব পশুর দৌড়ানোর অভ্যাস না থাকায় ক্লান্ত হয়ে যেতে পারে।
৪. হাট থেকে বাড়ি কাছে হলে ধীরে ধীরে হেঁটে নেওয়া ভালো।
৫. বাড়ি দূরে হলে পিকআপ, ট্রাক, লড়িতে করে নিতে পারেন।
৬. পশুর শরীরে কোন ময়লা থাকলে বাড়িতে নিয়ে ধুয়ে ফেলতে হবে।
৭. স্যাঁতস্যাঁতে জায়গায় না রেখে পরিষ্কার স্থানে রাখতে হবে।
৮. পশুর সামনে স্বাভাবিক খাবার দিন। জোরপূর্বক বেশি খাওয়াবেন না।
৯. আবহাওয়া গরম থাকলে পানির সঙ্গে স্যালাইন মেশানো যেতে পারে।
১০. কুরবানির আগের রাতে বেশি খাবার দেওয়া উচিত নয়।
১১. পশুটিকে পরিষ্কার স্থানে রাখতে হবে।
১২. সম্ভব হলে প্রতিদিন গোসল করানো যেতে পারে।
১৩. বেশি করে পানি খাওয়ানো উচিত।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button