কৃষি

ধানে ন্যায্য মূল্য না পেয়ে বিপাকে কৃষকরা

জনপদ ডেস্কঃ কৃষকের কাছে ধান না পেয়ে বাধ্য হয়ে অন্যদের কাছ থেকে সরকার ধান কিনছে বলে খাদ্যমন্ত্রী দাবি করলেও কৃষক বলছেন ভিন্ন কথা। সরকারি গুদামে ধান দিতে না পেরে বাধ্য হয়ে তারা ফরিয়াদের কাছে বিক্রি করছেন।

সরকার দ্বিতীয় দফায় ধান কেনার ঘোষণা দেয়ার পরও নওগাঁর হাটগুলোতে ধানের দামের ইতিবাচক কোনো প্রভাব পড়েনি। হাটগুলোতে বিপুল পরিমাণ ধানের আমদানি হলেও পাইকার কম থাকায় সস্তা দামে ধান কিনছেন মিলাররা।

অন্যদিকে কৃষকদের অভিযোগ, সরকারি খাদ্য গুদামে ধান দিতে গেলেও নানা হয়রানির কারণে তারা ধান বিক্রি করতে পারছেন না। দালাল ও ফরিয়ারা সরকারের দেয়া সুফল পাচ্ছে বলেও অভিযোগ তাদের। জেলার মহাদেবপুর ধানের হাটে মোটা হাইব্রিড জাতের ধান ৫২০ টাকা, মিনিকেট ৭০০ টাকা এবং কাটারি জাতের ধান ৮৮০ টাকা দরে কিনছে মিলাররা। অথচ সরকার ১০৪০ টাকা মণ দরে ধান কিনছেন। একই অবস্থা বগুড়া ও দিনাজপুরের ধানের বাজারে। ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে না পেরে বিপাকে কৃষকরা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button