উপজেলা পরিষদ নির্বাচন

নাটোরের তিন উপজেলায় ভোটার উপস্থিতি কম

জনপদ ডেস্ক: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে নাটোরে তিন উপজেলায় ৩০২ ভোটকেন্দ্রে একযোগে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে সকাল ৯টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।  বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে নাটোরে তিন উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১১৫টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭২ হাজার ৩০২ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৩৫ হাজার ৪০১ জন, নারী ভোটার ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জন এবং ৬ জন হিজড়া ভোটার রয়েছে। এ উপজেলায় তিন পদে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নলডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৯ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৫৪টি ভোটকেন্দ্রে ১ লাখ ১৭ হাজার ১৫১ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার ৫৯ হাজার ৯৮ জন এবং নারী ভোটার ৫৮ হাজার ৫৩ জন। এ উপজেলায় তিন পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ১৩৩টি ভোটকেন্দ্রে ৩ লাখ ২ হাজার ৫৭০ জন ভোটার রয়েছে। যার মধ্য পুরুষ ভোটার ১ লাখ ৪৭ হাজার ৭১৯ জন, নারী ভোটার ১ লাখ ৫৪ হাজার ৮৪৯ জন এবং ২ জন হিজড়া ভোটার রয়েছে। এ উপজেলায় দুই পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতা মো. দেলোয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।

ভোট দিয়ে বের হয়ে আয়েশা বেগম নামে এক মহিলা ভোটার বলেন, বাড়িতে কাজ থাকায় সকাল সকাল ভোট দিতে এসেছি। সকালে ভিড় কিছুটা কম থাকে, সেজন্য সকালে কেন্দ্রে আসা। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। ভোট দিতে আসা শাহিনুর বেগম বলেন, সকালে ভিড়টা কম থাকে, তাই ভোট দিতে এসেছি। ভোট দিয়ে বাড়িতে ফিরে রান্নার কাজ করবো। কেন্দ্রে তেমন ভিড় ছিল না। পর্যাপ্ত পুলিশ ও আনছার সদস্যরা কেন্দ্রে রয়েছেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল লতিফ শেখ বলেন, নাটোরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর আগে প্রতিটি ভোটকেন্দ্র ব্যালেট পেপার পৌঁছানো হয়। উপজেলায় একজন সহকারী রিটানিং অফিসার দায়িত্বে রয়েছেন। মাঠে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৭ প্লাটুন বিজিবি। এছাড়াও প্রতিটি ভোটকেন্দ্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্বে রয়েছেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button