ক্রিকেটখেলাধুলা

যে কারণে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন ম্যাক্সওয়েল

জনপদ ডেস্ক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে খুব একটা সুবিধাজনক অবস্থানে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি দলটি। সবশেষ ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে একাদশে ছিলেন না নিয়মিত সদস্য গ্লেন ম্যাক্সওয়েলও। কিন্তু কেন? উত্তর জানা গেল ম্যাচের পর।

ম্যাচের আগে জানা গিয়েছিল, আঙ্গুলের চোটের কারণেই হায়দ্রাবাদের বিপক্ষে খেলছেন না ম্যাক্সওয়েল। কিন্তু ম্যাচশেষে নিজের না খেলার কারণ হিসেবে দলের বাজে অবস্থা ও পড়তি ফর্মকে টেনে আনলেন অস্ট্রেলিয়ান তারকা ক্রিকেটার।

হায়দ্রাবাদের বিপক্ষে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে ম্যাক্সওয়েল বলেন, ‘আগের ম্যাচ (মুম্বাইয়ের বিপক্ষে) শেষে ফাফ (ডু প্লেসি) ও কোচদের কাছে গিয়ে বলেছি, আমার মনে হচ্ছে সম্ভবত অন্য কাউকে সুযোগ দেওয়ার এটাই সময়। ব্যক্তিগতভাবে আমার জন্য এই সিদ্ধান্তটা খুব সহজ ছিল।’

বর্তমান সময়ের অন্যতম সেরা এই হার্ডহিটার আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতিতে আমি আগেও পড়েছি। যত বেশি খেলেছি, পরিস্থিতি আরও খারাপের দিকে গিয়েছে। আমি অনুভব করেছি নিজেকে একটু মানসিক ও শারীরিকভাবে বিশ্রামে রাখা প্রয়োজন। আমি মনে করি অন্য কাউকে সুযোগ দেয়ার এটা ভালো সময়।’

টি-টোয়েন্টিতে বাজে ফর্ম স্থায়ী নয় জানিয়ে ম্যাক্সওয়েল আরও বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে এমনটা হতে পারে। এটা মুহুর্তেই মোড় ঘুরিয়ে দিতে পারে। প্রথম ম্যাচের কথাই বলি, বল লেগেছে ব্যাটের মাঝ বরাবর। এরপরও বল কিপারের হাতে গেছে। এগুলো খুবই স্বাভাবিক।’

আইপিএলের চলতি আসরে ব্যাট হাতে এখন পর্যন্ত ৬ ম্যাচে মাত্র ৫.৩৩ গড়ে ২৮ রান করেছেন ম্যাক্সওয়েল। এর মধ্যে তিনটিতেই কোনো রান না করেই মাঠে ছেড়েহেন। স্ট্রাইক রেট ৯৪.১২, যা তার নামের সঙ্গে কোনোভাবেই যায় না।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button