ক্রিকেটখেলাধুলা

টানা দ্বিতীয় ম্যাচে শূন্য লিটনের, ফিরলেন শান্তও

জনপদ ডেস্কঃ সিরিজের প্রথম ওয়ানডেতে ইনিংসের প্রথম বলে বোল্ড হয়েছিলেন লিটন দাস। গোল্ডেন ডাকের পর এবার খেলতে পারলেন মোটে ৩ বল। তবে রানের খাতা খুলতে পারেননি। আজও ডাক খেয়েই ফিরেছেন এই ওপেনার।

লঙ্কান পেসার দিলশান মাদুশঙ্কার করা প্রথম ওভারে স্কয়ার লেগে সহজ ক্যাচ তুলে দিয়েছেন লিটন। দলের খাতায় কোনো রান যোগ না হতেই প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

প্রথম ওভারের তৃতীয় বলটি স্টাম্পের ওপর গুড লেংথে করেছিলেন দিলশান মাদুশঙ্কা। সেখানে ফ্লিক করেছিলেন লিটন। ফাঁকা জায়গায় খেলতে পারেননি এই ওপেনার। বল চলে যায় সোজা স্কয়ার লেগে দাঁড়িয়ে থাকা দুনিথ ভেল্লালাগের হাতে। টানা দ্বিতীয় ম্যাচে ডাক খেলেন লিটন। আর কোনো রান করার আগেই উইকেট হারায় বাংলাদেশ।

এরপর নিজের দ্বিতীয় স্পেলের প্রথম ওভারেই আবার আঘাত হানলেন এই পেসার। ফিরিয়েছেন বাংলাদেশের অধিনায়ক শান্তকে।

প্রথম ওয়ানডেতে নিজের ক্যারিয়ারসেরা ইনিংসের পর আজও ছুটছিলেন ফিফটির দিকে। কিন্তু মাদুশাঙ্কার ইনসুইং বলে আউটসাইড এজড হয়ে ফিরতে হলো তাকে। উইকেটের পেছনে ক্যাচ নিয়েছেন কুশাল মেন্ডিস। তবে ফেরার আগে বাংলাদেশের প্রাথমিক ধাক্কাটা ভালোভাবেই সামাল দিয়েছেন অধিনায়ক।

৩৯ বলে ৪০ রান করে ফিরেছেন শান্ত। সৌম্য সরকারের সঙ্গে জুটি গড়েছেন ৭৫ রানের। পুরো ইনিংসে মেরেছেন ৬ চার।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button