ক্যাম্পাসরাজশাহীশিক্ষা

রাবির ‘বি’ ইউনিটে প্রতি আসনে লড়ছে ৬৭ ভর্তিচ্ছু

জনপদ ডেস্কঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ সেশনে ‘বি’ ইউনিটে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৬৭ জন ভর্তিচ্ছু। বৃহস্পতিবার সকাল ৯টায় এ পরীক্ষা শুরু হয়।

জানা গেছে, বি ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদনকারী ৩৪ হাজার ৫৪১ জন। এই ইউনিটের সিট আছে ৫১৫টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়ছে ৬৭ জন ভর্তিচ্ছু। এ বছর তিন ইউনিটে একক ১ লাখ ৫৪ হাজার ৯৭৭ জন। এক ঘণ্টা সময়সীমায় ৮০টি বহুনির্বাচনি প্রশ্নোত্তরে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে। এতে ন্যূনতম পাশ নম্বর ৪০।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তৎপর রয়েছে। যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে সকলে কাজ করছে। সকলের সহযোগিতায় সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে প্রত্যাশা করেন তিনি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button