বগুড়াসারাবাংলা

বগুড়ায় শতকণ্ঠে একুশের গান ও কবিতা

জনপদ ডেস্ক: শতকণ্ঠে একুশের গান ও কবিতা অনুষ্ঠান হয়েছে বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যতিক্রমী এ অনুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে প্রতিষ্ঠানের ১০০ জন শিক্ষার্থী গান পরিবেশন ও কবিতা আবৃত্তি করেছে।

বুধবার সকাল ১০টায় প্রতিষ্ঠানের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী নিবেদন শেষে শিক্ষার্থীরা শতকণ্ঠে একুশের গান পরিবেশন করে। এরপর শতকণ্ঠে একুশের কবিতা পাঠ করেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীরা ছাড়াও অভিাবক ও শিক্ষকগণ অংশগ্রহন করেন।

এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতি: ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম, পিপিএম। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু’র সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক স্বদেশ রায়, ভাষা সৈনিক গাজিউল হকের সন্তান রাহুল গাজী। একুশের চেতনায় তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই এমন আয়োজন বলে জানান প্রতিষ্ঠানের অধ্যক্ষ। অনুষ্ঠানে আসা শিক্ষার্থী তাবাসসুম, আঁখি জানান, মহান ভাষা আন্দোলনের শহীদদের সম্পর্কে তারা আজ অনেক কিছু জানতে পেরেছে। মায়ের ভাষার জন্য রক্ত দান এমন গর্বিত ইতিহাস শুধু আমাদের।

অনুষ্ঠানে অতিথিগণ বলেন, অমর একুশে আমাদের প্রেরণা, আমাদের উজ্জীবিত হওয়ার নাম। তরুণ প্রজন্মকে একুশের চেতনায় উজ্জীবিত হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে নিজেদের গড়তে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামির বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। এ কারণে তাদেরকে ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। মায়ের ভাষার মর্যাদা রক্ষায় ভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button