আইটি

গুগল ম্যাপে নতুন ফিচার, জেনে নিন সুবিধা

জনপদ ডেস্ক: বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যাপ গুগল ম্যাপ। নতুন বছরে অ্যাপে যুক্ত হচ্ছে নতুন একটি ফিচার। হোয়াটসঅ্যাপের জনপ্রিয় ফিচার পাবেন গুগল ম্যাপে। হোয়াটসঅ্যাপে আপনি যেভাবে রিয়্যাল-টাইম লোকেশন শেয়ার করতে পারেন। ঠিক সেভাবেই এবার গুগল ম্যাপেও লোকেশন শেয়ার করতে পারবেন। ফিচারটি আপাতত অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে।

এতে সবচেয়ে বড় সুবিধা হলো গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে ব্যবহারকারীদের এবার থেকে আর অন্য অ্যাপের সাহায্য নিতে হবে না। এতদিন গুগল ম্যাপের লোকেশন শেয়ার করতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হত। একটা নির্দিষ্ট সময়ের জন্য হোয়াটসঅ্যাপে ম্যাপের লোকেশন শেয়ার করতে পারতেন ব্যবহারকারীরা।

তবে গুগল ম্যাপের নতুন ফিচারের সাহায্যে কোনো অতিরিক্ত অ্যাপের সাহায্য ছাড়াই সরাসরি লোকেশনের লিঙ্ক শেয়ার করতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ফিচারটি খুবই সুবিধাজনক হতে চলেছে।

আপনি চাইলে ফিচারটি যখন খুশি অন করতে পারেন, আবার অফও করতে পারেন। আবার আপনি চাইলে লোকেশন শেয়ার করার বিষয়টি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সেটও করে রাখতে পারেন। অর্থাৎ যতক্ষণ আপনি চাইবেন, ততক্ষণই সেই লোকেশনটি সেট করে রাখতে পারেন।

দেখে নিন কীভাবে এই ফিচার ব্যবহার করবেন-

>> আপনার অ্যান্ড্রয়েড ফোনে গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। নিশ্চিত করুন, যাতে আপনার গুগল অ্যাকাউন্ট লগইন করা থাকে।

>> মেনু আইকনে চলে যান। সেখান থেকে যে কন্ট্যাক্টে লোকেশন শেয়ার করতে চান, সেটি সিলেক্ট করুন।

>> সেক্ষেত্রে আপনাকে নিশ্চিত করতে হবে, ব্যক্তির নাম ও নম্বর যেন গুগল কন্ট্যাক্টে সেভ করা থাকে।

>> কন্ট্যাক্টটি সিলেক্ট করা হলেই শেয়ার লোকেশন অপশনটি খুঁজে পাবেন। সেখানে ট্যাপ করুন।

>> কতক্ষণের জন্য রিয়্যাল-টাইম লোকেশনটি শেয়ার করতে চান, সেটাও দিয়ে দিন।

>> আবার আপনি চাইলে এখান থেকে অপশনটি নিষ্ক্রিয়ও করতে পারেন। তার জন্য স্টপ শেয়ারিং অপশনে ক্লিক করতে হবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button