কৃষি

বাড়ির ছাদে ড্রামে পদ্মফুলের চাষ

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা ৬ মাসের চেষ্টায় বাড়ির ছাদে প্লাস্টিকের ড্রামে পদ্মফুল ফোটালেন সিরাজগঞ্জের ব্যবসায়ী সাইফুল ইসলাম খান রাশেদ। শহরের মাসুমপুর উত্তরপাড়া মহল্লায় খান ভিলার ছাদে শখের বসে তিনি চাষ করছেন এ ফুলের।

রোববার (৭ জুলাই) ভোরে কলি থেকে পাঁপড়ি মেলে ফুলটি। এতে দীর্ঘদিনের পরিশ্রম স্বার্থক হয়েছে বলে জানান, সাইফুল ইসলাম খান রাশেদ।

তিনি বলেন, প্রায় ৬ মাস আগে ঢাকার সাভারের একটি নার্সারি থেকে পদ্মফুলের চারা নিয়ে এসেছিলাম। বাড়ির ছাদে প্লাস্টিকের ড্রামে অর্ধেক মাটি আর বাকি অর্ধেক স্বচ্ছ পানি ভরে সেখানে চারা রোপণ করি। পাশাপাশি ওই ড্রামের ভেতর দু-একটি মাছও ছেড়ে দিয়েছিলাম। প্রতি ১৫ দিন অন্তর অন্তর পানি পরিবর্তনসহ প্রতিদিনই পরিচর্যা করতাম। সাইফুল ইসলাম খান রাশেদ।

এভাবে প্রায় ৬ মাস কেটে যায়। অবশেষে বৃহস্পতিবার (৫ জুলাই) রাতে পদ্মফুলের একটি কলি দেখে অনেক আনন্দিত হই। পরে রোববার ভোররাতে কলিটি পাঁপড়ি মেলে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button