রাজশাহীসারাবাংলা

গোদাগাড়ীতে ৪৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে র‌্যাব জেলা ডিবির অভিযানে হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (১ মে) র‌্যাব ৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ১ মে সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহীর পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সনাতন চক্রবর্তী দিক নির্দেশনায় ওসি ডিবি আব্দুল হাই, পিপিএম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক আতিকুর রেজা সরকারসহ সঙ্গীয় ফোর্সদের সকাল সাড়ে ১০ টার দিকে গোদাগাড়ী উপজেলা হরিশংকরপুর গ্রামে পূর্ব পার্শ্বে কাদিপুর টু দিয়ার মহব্বতপুরগামী পাকা রাস্তার উপর অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রেতার নিকট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলেন মাদক কারবারিরা।

এসময় আক্কাশ আলী (৪৮), পিতা সোহরাব আলী, সাং- হরিশংকরপুর, থানা- গোদাগাড়ী কে ৫০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রয়ের নগদ ৪,৩০০ টাকাসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এ সংক্রান্তে গ্রেপ্তারকৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা হয়েছে।

অপরদিকে ৪৫০ গ্রাম হেরোইনসহ নুরুল ইসলাম (৪৫) নামের মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। নুরুল গোদাগাড়ী উপজেলার মাটিকাটা গ্রামের হোসেন আলীর ছেলে। গ্রেপ্তারকুত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে গোদাগাড়ী থানার একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামী প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাদক ক্রয়-বিক্রয় এর সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে র‌্যাবের কাছে। আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী থানায় এজাহার দায়ের করা হয়েছে র‌্যবের পক্ষ থেকে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button