ক্যারিয়ারটপ স্টোরিজ

লিখিত পরীক্ষা শতভাগ স্বচ্ছ, যথা সময়ে মৌখিক পরীক্ষা : বিএসএমএমইউ উপাচার্য

জনপদ ডেস্ক: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেছেন, বিশ্ববিদ্যালয়ের ‘মেডিক্যাল অফিসার’ পদে মৌখিক পরীক্ষা যথা সময়ে শুরু হবে। নতুন করে লিখিত পরীক্ষা নেওয়ার সুযোগ নেই। কারণ পরীক্ষা শতভাগ স্বচ্ছ হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সিন্ডিকেটের সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এর আগে উপাচার্য কণক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে সিন্ডিকেটের সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে তিনি সাংবাদিকদের ব্রিফ করেন।

উপাচার্য কনক কান্তি বড়ুয়া বলেন, গত কয়েকদিনের ঘটনা তদন্তে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হবে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, পরীক্ষা নিয়ে যে সব অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। এ সব অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। পরীক্ষা শতভাগ স্বচ্ছ হয়েছে। পরীক্ষা বালিতের বা পূনরায় পরীক্ষা নেওয়ার কোনো সুয়োগ নেই।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button