সারাবাংলা

৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

জনপদ ডেস্ক: ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (৪ জানুয়ারি) সকাল ৯টা ২০ মিনিটের দিকে নদীপথে কুয়াশা কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে নদীপথে কুয়াশা বেড়ে গেলে মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টা থেকে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। ফলে ঘাট এলাকায় শতাধিক যানবাহন আটকা পড়ে। তীব্র শীতে ভোগান্তি পোহাতে হয় যাত্রী ও যানবাহন চালকদের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন বলেন, ঘন কুয়াশায় মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ ছিল। কুয়াশা কেটে গেলে সকাল ৯টা ২০ মিনিটের দিকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই রুটে ১২টি ফেরি চলাচল করছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button