সারাবাংলা

সুনামগঞ্জে বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি

জনপদ ডেস্কঃ সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারাসহ সকল নদ-নদীর পানি দ্রুত গতিতে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় এ সকল নদীর পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এছাড়াও এ সময় সুনামগঞ্জে ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আজ সোমবার (৬ মে) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।

তিনি বলেন, ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকায় সুনামগঞ্জে পাহাড়ি ঢল নামছে। এতে এই জেলার সুরমা, রক্তি, যাদুকাটাসহ সকল নদ-নদীর পানি বাড়ছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে সুনামগঞ্জে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। কারণ এখনো সুনামগঞ্জে যেসব হাওর রয়েছে সেখানে পানি প্রবেশ করেনি।

এদিকে দ্রুত গতিতে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় আতঙ্কে আছেন সুনামগঞ্জের ২৫ লাখ মানুষ। কারণ ২০২২ সালে এই ভাটির জেলায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটার ক্ষত এখনও ভোলেননি এই অঞ্চলের মানুষ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button