খেলাধুলা

ভারত-পাকিস্তানের বিপক্ষে জয় সম্ভব: সাকিব

জনপদ ডেস্কঃ বিশ্বকাপের পরের দুই ম্যাচে ভারত-পাকিস্তানের মতো প্রতিপক্ষ থাকলেও জয়ের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের। জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয়েই সেই আত্মবিশ্বাস কাজ করছে বলে মন্তব্য করেছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান।

জিম্বাবুয়ের বিপক্ষে রোববার (৩০ অক্টোবর) শ্বাসরুদ্ধকর ম্যাচে মোসাদ্দেকের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে টাইগারদের জয় তিন রানে। নাটকীয় এ ম্যাচে জয় পেয়ে এমন আত্মবিশ্বাসের কথা জানান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব।

শন উইলিয়ামসের রান আউট এই ম্যাচের টার্নিং পয়েন্ট বলে মনে করেন লাল-সবুজ অধিনায়ক। ম্যাচ শেষে সাকিব বলেন, রায়ান বার্ল এবং উইলিয়ামস দারুণ খেলছিলেন। সেই মুহূর্তে উইকেট তুলে নেয়া খুব জরুরি ছিল। সৌভাগ্যবশত আমরা শন উইলিয়ামসকে রান আউট করতে পেরেছিলাম। ওটা ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল। একই সঙ্গে ওভারে মোসাদ্দেক স্নায়ুচাপ ধরে রেখে বল করতে পেরেছে বলেই জিতেছি আমরা।

সাকিব আরও বলেন, বিশ্বকাপ এখন দারুণ প্রতিযোগিতামূলক হয়ে উঠেছে। এখনো অনেকের সম্ভাবনা আছে। পরের দুটি ম্যাচ আমাদের ভারত ও পাকিস্তানের বিপক্ষে তবে ওই ম্যাচে ক্রিকেটারদের পারফরম্যান্স সম্ভাবনা দেখাচ্ছে। আসলে কেউ জানে না, কে জিতবে। তবে মাথা ঠান্ডা রেখে আমরা চেষ্টা করে যাব। হয়তো জয় পেতেও পারি।

এদিকে শ্বাসরুদ্ধকর জয়ে দারুণ উচ্ছ্বসিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। স্বস্তি ঝরল শান্তর ব্যাটিং আর তাসকিনের বোলিং নিয়েও। পরের ম্যাচগুলোতেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখবে টাইগাররা প্রত্যাশা বিসিবি বসের।

এ ম্যাচেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটির দেখা পেয়েছেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। ৫৫ বলে করেছেন ৭১ রান। ফর্মের ধারাবাহিকতা পরের ম্যাচগুলোতেও ধরে রাখার অঙ্গীকার তার। জানিয়েছেন, এখনই সেমিফাইনাল নিয়ে ভাবছে না দল। আপাতত দৃষ্টি ভারতের বিপক্ষে পরের ম্যাচে।

আগামী বুধবার (২ নভেম্বর) ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচ রোববার (৬ নভেম্বর)। দুটি ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে লাল-সবুজরা। কিন্তু একটি ম্যাচ হারলেই জটিল অঙ্ক কষতে হবে সাকিবদের।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button