শিক্ষা

করোনায় আক্রান্ত ঢাবি উপাচার্য

জনপদ ডেস্ক: প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। বর্তমানে নিজ বাসভবনে আইসোলেশনে আছেন তিনি।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিষয়টি উপাচার্য নিজেই নিশ্চিত করেছেন।

উপাচার্য বলেন, আমার বঙ্গভবনে যাওয়ার কথা ছিল, সেজন্য গত ৩ সেপ্টেম্বর করোনা পরীক্ষার স্যাম্পল দেওয়া হয়। পরে ডাক্তার বললেন আমি কোভিড পজিটিভ। হেলথ প্রোটকল মেনে চারদিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে ডাক্তার। সে অনুযায়ী এখন বাসায় অবস্থান করছি। আলহামদুলিল্লাহ এখন অনেকটা সুস্থ আছি।

তিনি বলেন, চারদিন পর করোনার কোনো উপসর্গ না থাকলে আবারো স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারব এবং অফিস করতে পারব। দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরতে দোয়া চেয়েছেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান করোনাভাইরাসের দুই ডোজসহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) বুস্টার ডোজ নিয়েছিলেন।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button