রাজশাহীসারাবাংলা

ভিড় বেড়েছে ফ্যান ও এসির দোকানে

নিজস্ব প্রতিবেদকঃ তীব্র তাপদাহে অতিষ্ঠ মানুষের ভিড়  বেড়েছে ফ্যান ও এসির দোকানে। ক্রেতাদের আগ্রহ বেশি সিলিং ও স্ট্যান্ড ফ্যান কেনায়।

তবে লোডশেডিং কম হওয়ায় রিচার্জেবল ফ্যানের চাহিদা কম। ফ্যানের পাশাপাশি এসি কেনার জন্য রয়েছে ক্রেতাদের ভিড় । এবছর ফ্যান ও এসির দাম বাড়তি বলে জানালেন ক্রেতা ও বিক্রেতা উভয়েই।

দেশজুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ। গরমে দুর্বিষহ মানুুেষর জীবন। ঘরেবাইরে কোথাও স্বস্তি নেই। এমন অসহনীয় তাপমাত্রায় স্বস্তির পরশ পেতে  রাজশাহীতে ফ্যান ও এসি কেনার ধুম পড়েছে।

অসহ্য গরমের এই সময়ে শুধু সিলিং ফ্যানের বাতাসে শরীর জুড়ায় না। প্রবল বাতাস পেতে স্ট্যান্ড ফ্যান কেনায় ঝুঁকছেন অনেকে। চাহিদা বেড়েছে এয়ার কুলারেরও।

বাজেট কম থাকা স্বত্বেও অতিরিক্ত গরম হওয়ায় বাধ্য হয়ে বাড়তি খরচ করে এসি কিনে নিচ্ছেন অনেকে।

গত বছরের তুলনায় এবার ফ্যান, এয়ার কুলার ও এয়ার কন্ডিশনারের দাম বেশি বলে অভিযোগ ক্রেতাদের। বিক্রেতারাও স্বীকার করছেন তা। বললেন, পণ্যের উৎপাদক প্রতিষ্ঠান দাম বাড়িয়ে দিয়েছে।

তবে দেশে উৎপাদন হওয়া এয়ার কন্ডিশনারের দাম তুলনামূলক কম বলে জানালেন বিক্রেতারা।  তবে চাহিদা বাড়লেও পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে বলে জানালেন বিক্রেতারা।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button