বরিশালসারাবাংলা

বরিশালে নৌযান শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জনপদ ডেস্ক: সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন নির্ধারণসহ ১০ দফা দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নৌযান শ্রমিকরা। বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশনের ব্যানারে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল নদী বন্দর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। নৌযান শ্রমিক ফেডারেশন বরিশাল বিভাগীয় শাখার সভাপতি শেখ আবুল হাসেমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় শাখার সিনিয়র সহসভাপতি মাস্টার মো. একিন আলী, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ড্রাইভার আবু সাঈদ এবং বিভাগীয় কমিটির সহ-সম্পাদক বজলুর রহমানসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকরা দিশেহারা। সবশেষ ২০১৬ সালে মজুরি পুননির্ধারণ করেছিল সরকার। গত ৫/৬ বছরে কয়েক দফা দ্রব্যমূল্য বেড়েছে। মজুরি বাড়েনি। এ কারণে সংসার পরিচালনায় হিমশিম খাচ্ছেন তারা। তাই মাসিক সর্বনিম্ন ২০ হাজার টাকা বেতন নির্ধারণ, নৌযান শ্রমিকদের কল্যাণ তহবিল গঠন, মৃত্যুকালীন ১০ লাখ টাকা ভাতা প্রদানসহ ১০ দফা দাবি তুলে ধরেছেন তারা।

বিআইডব্লিউটিএ’র হিসেব মতে, সারাদেশে নিবন্ধিত নৌযানের সংখ্যা ১৪ হাজার ৮০৫টি। এতে কাজ করে জীবিকা নির্বাহ করছে ২ লাখ ১০ হাজার শ্রমিক। তবে প্রকৃত সংখ্যা আরও বেশি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button