ক্যাম্পাসঢাকা

গুচ্ছে প্রক্সি দিতে এসে ধরা খেলেন ঢাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, জবি প্রতিনিধি: গুচ্ছে ভর্তি পরীক্ষা প্রক্সি দিতে এসে ধরা খেয়েছেন ঢাকা বিশ্ববিদয়ালয়ের এক শিক্ষার্থী।

আজ শনিবার ১৩ আগস্ট গুচ্ছের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা দিতে এসে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ধরা খেয়েছেন সেজান মাহফুজ নামের এক শিক্ষার্থী।

গুচ্ছ ভর্তি পরীক্ষায় সেজান মাহফুজের রোল ৩০৯৯৭৬। সেজান মাহফুজের পিতা ও মাতার নাম মাহফুজা বেগম-আব্দুল বারী। তিনি সেন্ট জোসেফ স্কুল এ্যান্ড কলেজ থেকে পড়ালেখা করেছেন।

প্রক্সি দিতে আসা শিক্ষার্থীর মোবাইল, মানিব্যগ, ঘড়ি ও এটিএম কার্ড জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, এ ছেলেকে সন্দেহজনকভাবে প্রক্টরিয়াল বডির সদস্যরা আটক করে। ওর কাছ থেকে আমরা যা উদ্ধার করেছি প্রাথমিকভাবে তাতে প্রক্সি দেওয়ার সত্যতা মিলেছে। তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button