ক্যাম্পাসশিক্ষা

গবেষণা ভিত্তিক আন্তর্জাতিক কনফারেন্সে অংশ নেবে ইবির দুই শিক্ষার্থী

নিজস্ব প্রতিনিধিঃ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত ‘International Conference on Advanced Agricultural Research’ শীর্ষক কনফারেন্সে অংশ নেবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থী। তারা হলেন- অর্থনীতি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সানজিদ আহমেদ সজীব ও ফুয়াদ হাসান।
আগামী ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত গবেষণা কনফারেন্সে অংশ নেবেন তারা। অনুষ্ঠানে তারা গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
এই বিষয়ে সানজিদ আহমেদ সজীব জানান, কিছু দিন আগে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক গবেষণা কনফারেন্সে অংশগ্রহণ করার জন্য ২৫০ শব্দের মধ্যে Research Abstract (গবেষণা সারসংক্ষেপ) আহ্বান করা হয়। পহেলা এপ্রিল “Exploring The effect of climate change on Banana production : A district level evidence of farmers’ perception from Kushtia.” শিরোনামে আমরা একটি Abstract সাবমিট করি।
পরে ২১ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমাদেরকে ইমেইলের মাধ্যমে নিশ্চিত করেন যে-আমাদের গবেষণা নির্বাচিত হয়েছে। আমাদের গবেষণার সুপারভাইজার হিসেবে সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মোঃ আরিফুল ইসলাম স্যার। আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা কামনা করছি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button