খেলাধুলা

আইসিসির জুলাইয়ের সেরা জয়সুরিয়া

জনপদ ডেস্ক: ৩০ বছর বয়সে এসে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে হাতেখড়ি শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার প্রভাত জয়সুরিয়ার। আর অভিষেকের পর থেকে বল হাতে একের পর এক কীর্তি গড়েছেন এই লঙ্কান স্পিনার।

তিন টেস্ট খেলে উইকেট নিয়েছেন ২৯টি। অভিষেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসে ১২ উইকেট নিয়ে যার শুরু। পরের টেস্টে পাকিস্তানের বিপক্ষে নেন ৯ উইকেট। পরের টেস্টে আবার ৮ উইকেট। মোট তিন টেস্টে চারবার ফাইফার নেন জয়সুরিয়া।

এমন অসাধারণ পারফরম্যান্সের জন্য আইসিসি কর্তৃক জুলাই মাসের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন লঙ্কান এই স্পিনার। ২০ গড়ে ২৯ উইকেট নেওয়া এই লঙ্কান স্পিনার জুলাইয়ের সেরা হয়ে বলেন,

‘এই স্বীকৃতি পেয়ে আমি আনন্দিত। আইসিসির মাস সেরা পুরুষ খেলোয়াড় হিসেবে আমাকে ভোট দেওয়ায় ভক্তদের ধন্যবাদ। অবশ্যই এটা আমার জন্য অবিশ্বাস্য মাস ছিল। আমার টেস্ট অভিষেক হলো এবং অস্ট্রেলিয়া ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে সমতা আনতে অবদান রাখার সুযোগ পেলাম।

আমার এই পথচলায় সহযোগিতা করায় ভক্ত, সতীর্থ, কোচ, পরিবার ও বন্ধুদের ধন্যবাদ জানাই। জীবনের এই মুহূর্তে যে অভিজ্ঞতা হচ্ছে, তাতে আমি রোমাঞ্চিত।’

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button