নির্বাচনরাজনীতি

ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিলো বিএনপি

জনপদ ডেস্ক: নির্বাচন কমিশনে (ইসি) গত বছরের আয়-ব্যয়ের হিসাব দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। হিসাবে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে দলটির।

আজ বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর পৌনে ২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দলের ২০২১ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

নির্বাচন কমিশন (ইসি) সচিব হুমায়ুন কবীর খন্দকারের কাছে এ হিসাব জমা দেয়া হয়।

রিজভী জানান, জাতীয় নির্বাহী কমিটি মাসিক চাঁদা, সদস্য ফরম ও নমিনেশন রুম, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংক এফডিআর থেকে আয় ৮৪ লাখ ১২ হাজার ৪৪৪ টাকা। অপরদিকে কর্মচারীদের বেতন-বোনাস, অফিসের বিভিন্ন বিল, পোস্টার ও লিফলেট ছাপানো বাবদ খরচ, ক্রোড়পত্র বিলি, বিভিন্ন নেতাকে আর্থিক সাহায্য বাবদ এবং অফিসের বিভিন্ন খরচ বাবদ ব্যয় ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। ফলে এ বছরে ঘাটতি হয়েছে ১ কোটি ১৪ লাখ ৩৪ হাজার ৭২৭ টাকা।

দলটির হিসাব অনুযায়ী, আগের বছরের তুলনায় ২০২১ সালে বিএনপির আয় কমেছে ৩৮ লাখ ৪১ হাজার ৮১৯ টাকা। অন্যদিকে ব্যয় বেড়েছে ২৩ লাখ ৯৪ হাজার ৬৭১ টাকা। এসব ঘাটতি বিগত বছরের ব্যাংক রিজার্ভ থেকে খরচ করা হয়েছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button