ক্যাম্পাসঢাকা

জবিতে তথ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবিতে) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহযোগিতায় ‘তথ্য আমার অধিকার, জানা আছে কিসবার’ প্রতিপাদ্যকে সামনে রেখে তথ্য অধিকার বিষয়ক সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুন), বার্ষিক কর্মসম্পাদন চুক্তি কমিটি (APA) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের সহযোগিতায় এই কার্যক্রম পরিচালিত হয়।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকেরনেতৃত্বে পুরো ক্যাম্পাস প্রদক্ষিন করে ভিসি ভবনের সামনে এসে শেষ হয়।

এ সময় র‌্যালিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, পরিচালক (ছাত্র-কল্যাণ), রেজিস্ট্রার, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থীবৃন্দ।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button