সারাবাংলা

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি

জনপদ ডেস্ক: যমুনা নদীর পানি কমাতে থাকায় সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। একই সাথে বসতবাড়ির পানি নেমে যাওয়ায় ঘরে ফিরছে মানুষ।

গত ২৪ ঘণ্টায় ২৮ সেন্টিমিটার কমে সোমবার (২৭ জুন) সকালে শহররক্ষা বাঁধ পয়েন্টে যমুনা নদীর পানি বিপৎসীমার ৬৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, বন্যার পানি কমতে থাকায় বাড়িতে ফিরছে মানুষ। কিন্তু স্যাঁতস্যাঁতে কাদামাটির ওপর বসবাস করায় শিশুদের নানা ধরণের পানিবাহিত রোগ দেখা দিচ্ছে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামত করতে ব্যস্ত সময় পার করছে মানুষ। এবার বন্যায় প্রায় সাড়ে ১২ হাজার হেক্টর জমির বীজতলাসহ উঠতি ফসল নষ্ট হয়েছে। ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তবে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের গেজ রিডার হাসানুর রহমান জানান, পানি কমা অব্যাহত থাকবে, বন্যা কবলিত চরাঞ্চল ও নিম্নাঞ্চলের অধিকাংশ এলাকার পানি নেমে গেছে।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button