নির্বাচনসারাবাংলা

নরসিংদীর তিন ইউপিতে নৌকার পরাজয়

জনপদ ডেস্ক: নরসিংদীর মনোহরদী উপজেলার ৩ ইউপি নির্বাচনের সব কটিতেই নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী পরাজিত হয়েছেন। নির্বাচনে দুই বিদ্রোহী ও একজন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে জয়লাভ করেছেন।

বুধবার (১৫ জুন) মনোহরদী উপজেলার তিনটি ইউনিয়নের ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। ব্যাপক গোলযোগের আশঙ্কার মধ্যে পুরোপুরি নির্বিঘ্নে বুধবার এখানে ভোট সম্পন্ন হয়।

খিদিরপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাউসার রশীদ বিপ্লব অটোরিকশা প্রতীকে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী রমিজ উদ্দীন মাষ্টারকে পরাজিত করে। চরমান্দালীয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকা প্রতীকের আব্দুল কাদিরকে পরাজিত করে আনারস প্রতীকের আনিস উদ্দীন শাহীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কৃষ্ণপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নৌকার প্রার্থী এমদাদুল হক আকন্দকে পরাজিত করে বিদ্রোহী প্রার্থী মাহবুবুর রহমান দুলাল বিএসসি আনারস প্রতীকে নির্বাচিত হন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এসব তথ্য মিলেছে।

বিজয়ীদের মধ্যে কৃষ্ণপুর ইউনিয়নের দুলাল বিএসসি একই ইউনিয়ন আওয়ামী লীগের সম্প্রতি বহিষ্কৃত সভাপতি। চরমান্দালীয়া থেকে নির্বাচিত চেয়ারম্যান আনিস উদ্দীন শাহীনও তার ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি।

আরো দেখুন

সম্পরকিত খবর

Back to top button